আন্দোলন হবে এ সরকার যাবে: গয়েশ্বর
ঈদের পরে নয় এখনো সরকার পতনের আন্দোলন চলছে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘আন্দোলন হবে, এ সরকার যাবে। রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ জনগণের হবে, কোনো দলের নয়। আন্দোলনে জীবন গেলে যাক তবু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।’
গয়েশ্বর বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার পতনে কিছু সংস্কারের মধ্য দিয়ে হলেও বাংলাদেশকে নতুন করে বানাতে হবে। নতুন করে দেশ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য, জনগণের জন্য নয়।’
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
আঘাতের পরিবর্তে পাল্টা আঘাত দেওয়ার প্রস্তুতি নিতে হবে বলে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগের হেলমেট বাহিনীকে আড়াল করতে পুলিশ বাহিনীকে শেখ হাসিনা জনগণের মুখোমুখি করেছে। একাত্তরের পাকিস্তানি সেনাবাহিনীর চেয়েও জঘন্যভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে শেখ হাসিনা। তবে জনগণ হাতে হাতুড়ি তুলে নিলে ছাত্রলীগের সন্ত্রাসী হেলমেট বাহিনীকে দমন করা সম্ভব হবে।
এ সময় বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমূখ।
এসএন