লাইলাতুল কদর উপলক্ষে ফখরুলের মোবারকবাদ
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কামনা করছি সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। লাইলাতুল কদর একটি মহিমাময় পবিত্র রাত।
বুধবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে বলা হয়, মাহে রমজানের এ রাতে নাজিল হয়েছিল পবিত্র গ্রন্থ আল কোরআন। পবিত্র এ গ্রন্থটি মানবজাতির জন্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে সম্পূর্ণ জীবন বিধান হিসেবে। এ পবিত্র রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী মানবজীবনের সব তিক্ততা দূরীভূত করে মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে।
মির্জা ফখরুল বলেন, পবিত্র এ রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল মোমিন মুসলমানগণ বেহেশতী সওগাতের সন্ধান পায়। আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য। মহান রাব্বুল আলামিন আমাদের ওপর তার করুণা বর্ষণ করুন-এ দোয়া করি।
এসএন