পদ হারালেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন
আ ন ম এহসানুল হক মিলনকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে নির্বাহী সদস্য করা হয়েছে। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।
বিএনপির দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি। এরপর ১৯৯৬ সালে চাঁদপুরের কচুয়া থেকে আওয়ামী লীগের মহিউদ্দিন খান আলমগীরকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনের আগে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমেরিকার নাগরিকত্ব প্রত্যাহার করেন মিলন।
২০০১ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পাবলিক পরীক্ষায় নকল উচ্ছেদ করে তিনি সৃষ্টি করেন অনন্য নজির। একজন শিক্ষিত, রুচিবান ও মেধাবী তরুণ রাজনীতিক হিসেবে মিলন নজর কেড়েছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ আসন থেকে মনোনয়নবঞ্চিত হন। এরপর থেকেই দলের হাইকমান্ডের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয় বলে জানা গেছে।
এসএন