জাতিসংঘের প্রস্তাব ছিল দোষারোপের, যুদ্ধ বন্ধের নয়: পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের প্রস্তাব ছিল যুদ্ধ বন্ধের জন্য নয় বরং কাউকে দোষারোপ করার জন্য। এজন্য বাংলাদেশ ভোটদানে বিরত থেকেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
রবিবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ শান্তির পক্ষে থাকলেও ভোট দেওয়া থেকে কেন বিরত থাকল প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের প্রস্তাব যুদ্ধ বন্ধের নয়, কাউকে দোষারোপ করার জন্য। আপনি ধারাগুলো পড়লে বুঝতে পারবেন সেটা যুদ্ধ বন্ধ করার জন্য নয়। সেটা হচ্ছে কাউকে দোষারোপ করার জন্য।’
বাংলাদেশকে শান্তির দেশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শান্তি চাই। কোথাও যুদ্ধ হোক আমরা চাই না। সেজন্য আমরা বলেছি যে আমরা উদ্বিগ্ন। সেই সঙ্গে আশা করি যে ইউএন চার্টার আছে সে অনুযায়ী অগ্রসর হওয়া উচিত।’
তারপর আমরা বলেছি যে এই ডিসপিউটটা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ডিসপিউটটাও যাতে শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। আমরা বলেছি ওখানে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেই পদক্ষেপ নিতে হবে।’
জাতিসংঘ মহাসচিবের ওপর আমাদের যথেষ্ট কনফিডেন্স আছে জানিয়ে ড. মোমেন বলেন, ‘উনাকে বলেছি যে আপনার একটা পদক্ষেপ নেওয়া উচিত। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য উনাকে বলেছি।’
আরইউ/এমএমএ/