আমিরাতের জাতির মাতার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরকালে দেশটির জাতির মাতা শেখা ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
রবিবার (৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
আরব আমিরাতের জাতির মাতার সঙ্গে সাক্ষাতকে ‘একটি বিরল সুযোগ’ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার (৭ মার্চ) চারদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি শেখা ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরকালে ৮ মার্চ দুবাই এক্সপোর আনুষ্ঠানিক প্রোগ্রামে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এ ছাড়া দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে। ১২ মার্চ প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন।
আরইউ/এমএমএ/
