দাবী পূরণ করে দেবার জন্য ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)’র একজন মেধাবী ছাত্রীকে ঘুরে বেড়ানোর সময় জোর তুলে নিয়ে গণধর্ষণ ও এই অপরাধী চক্রকে গ্রেফতারের জন্য পরদিন ভোর থেকে আন্দোলনে নামা বিশ্ববিদ্যালয়টির ছাত্র, ছাত্রী, অধ্যাপক ও উপাচার্যকে সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়টির ছাত্রসমাজ ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে তাদের আন্দোলনকে আগামীকাল ৩ মার্চ সকাল ১০টা থেকে টানা তিন দিনের জন্য-৬ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন।
আজ বুধবার অত্যন্ত বিক্ষুদ্ধ ও প্রতিবাদে মুখর গোপালগঞ্জের বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র, ছাত্রীরা তাদের ক্যাম্পাসে বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে চমকে দেওয়া ঘোষণাটি প্রদান করেছেন। তবে তারা আরো চমক দিয়েছেন এই বলে, ‘আজ সারা রাত জুড়ে আগের মতো আমাদের ছাত্রীকে গণধর্ষণ ও প্রতিবাদী ছাত্র-শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ অব্যাহত থাকবে।’
তারা জানিয়ে দিয়েছেন, তাদের দাবীগুলো মেনে না নেওয়া হলে ৬ মার্চের পর তারা কঠোর কমসূচি গ্রহণে বাধ্য হবেন।
আন্দোলনরত ছাত্রদের অংশটি আজ সকালে ছাত্রীদের সংবাদ সম্মেলনের স্থানেই তাদের সম্মেলন করেছেন।
ঢাকা প্রকাশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সফিকুর রহমান ইমন কথা বলে জেনেছেন, অত্যন্ত বিপক্ষণ এই আন্দোলনকারীরা তাদের ছাত্রদের লাঠি দিয়ে মারধর, ইট মারা; ছাত্রীদের ইট নিক্ষেপ, শিক্ষকদের মেরে আহত করা উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুবকে ইট মেরে আহত করার প্রতিবাদেও মুখর হয়েছেন।
তারা জানিয়েছেন এই মামলাটি এখনো গ্রহণ করা হয়নি।
ওএস।