ভোটাধিকার প্রয়োগে পাশে থাকব: সিইসি
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন পাশে থাকবে এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, ‘ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, কিন্তু তার আগে যদি কোনো বাধার সম্মুখীন হোন, নাও হতে পারেন। যদি বিপত্তির মুখোমুখি হোন, তাহলে কমিশনের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি আছে এবং থাকতে হবে। ভোটারদের বোঝাতে হবে আমরা তাদের পাশে দাঁড়াব। যাতে করে তারা মুক্তভাবে, স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’
বুধবার (২ মার্চ) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নতুন সিইসি।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার, এটা কিন্তু বুলি নয়, কমিশন এটা অঙ্গীকার করে ফেলেছে। কোনো অঙ্গীকার করতে নেই। আর যদি কোনো অঙ্গীকার করতেই হয়, তাহলে আগে সেটি হৃদয়ে ধারণ করতে হবে, পালন করতে হবে। তা না হলে কিন্তু আমরা মিথ্যাচার করব। চেষ্টা অন্তত করতে হবে, সফল নাও হতে পারি। গণমানুষের যে ভোটাধিকার, সেটি বাস্তবায়নে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে, সেটি আমাদের পালন করতে হবে।’
তিনি বলেন, ‘সংসদ সৃষ্টিতে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য নির্বাচিত হয়। আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের দেখাতে হবে আমরা দায়িত্ব পালন করতে পেরেছি। আমাদের সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রলোভনে নিজেদের দায়িত্বের যেন ঘাটতি না হয়।
সিইসি বলেন, ‘আমি আমার শাসককে নির্বাচিত করব। আমার শাসক যদি পছন্দনীয় না হয়, তিনি যদি আমার উপরে সদাচার না করে অসদাচারণ করেন। তাহলে আমি পরবর্তীতে তাকে আসনে থাকতে দেব না। আমাদের যারা ভোটার তাদের মধ্যে এই চেতনাটা বপন করতে হবে, সৃষ্টি করতে হবে, যে ভোটাধিকারটা শুধু একটা অধিকার নয়, সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অনেক দেশে ভোটাধিকার প্রয়োগ না করলে তার জন্য শাস্তির বিধান আছে। আমি দেখেছি ওইসব দেশে ভোটাধিকার প্রয়োগ না করলে তাদেরকে চারশ পাঁচশ ডলার জরিমানা করা হয়েছে, জরিমানা দিয়েছেও। আমাদের দেশে সেটা এখনো হয়নি। হয়তো আমরা অতোটা পরিপক্ক হইনি। অস্ট্রেলিয়া বা সুইজারল্যান্ডের মতো হলে হয়তো আমাদের দেশেও প্রবর্তন করা হবে।
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, আইডিয়া-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম/এমএমএ/