সারাবিশ্বে নারীরা বর্তমানে অনেক বেশি অগ্রগামী: স্পিকার
সারাবিশ্বে নারীরা বর্তমানে অনেক বেশি অগ্রগামী, কেননা তারা তাদের নিজস্ব অবস্থান প্রতিটি ক্ষেত্রেই করে নিয়েছেন। শিক্ষা, মেধা ও দক্ষতা সুসংহত করে নারী সমতা নিশ্চিত করা জাতীয় প্রয়োজন। এক্ষেত্রে, 'অপরাজিতা ২০২২' সম্মাননা নারীদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুন্দর ও মসৃণ করবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার (১ মার্চ) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বাঘ বাংলা এন্টারটেইনমেন্টের উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত 'অপরাজিতা ২০২২' সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলেন স্পিকার।
এসময় মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে রোকেয়া কবীর, ভাষা-সাহিত্য ক্যাটাগরিতে কথা সাহিত্যিক নাসরীন জাহান, শিল্প-সংস্কৃতিতে কনক চাঁপা চাকমা, উদ্যোক্তা নারী হিসেবে বিজিএমইএ-এর সাবেক সভাপতি রুবানা হক, বিনোদন ক্যাটাগরিতে অভিনয় শিল্পী অপি করিম, তথ্যপ্রযুক্তিতে ডা. তানজিবা রহমান, তৃণমূলের আলোকিত নারী হিসেবে মিলন চিসিম ও খেলায় জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় সালমা খাতুনকে 'অপরাজিতা ২০২২' সম্মাননা প্রদান করা হয়।
স্পিকার বলেন, রাজনীতির শীর্ষ অবস্থানগুলোতে আজ নারীদের ক্ষমতায়ন দৃশ্যমান, যার মধ্যে অন্যতম নেতৃত্ব আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনন্য অসাধারণ অবদান রেখে চলেছেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা তার মূল লক্ষ্য। প্রত্যন্ত অঞ্চলে আজ নারীশিক্ষায় ব্যাপক অগ্রগতি হয়েছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো বিদ্যমান আছে সেগুলো থেকে উত্তরণে সকলের সহযোগিতা প্রয়োজন। নারীদের নিরাপদ কর্মপরিবেশ, যাতায়াত ক্ষেত্রে নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলোতে সকলের আরও মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মো. মহিউদ্দিন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি এস এম মইনুল কবির ও বাঘ বাংলা এন্টারটেইনমেন্টের এমডি শাকিল ইবনে সুলতান। অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সাংবাদিক-লেখক মুস্তাফিজ শফি ও কবি আলফ্রেড খোকন বক্তব্য রাখেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা ও সংবাদমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসএম/টিটি