'ইউক্রেন সঙ্কট রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজে প্রভাব ফেলবে না'

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে কাজের অগ্রগতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান রোসাটম।
মঙ্গলবার (১ মার্চ) রোসাটমের এক বিবৃতিতে একথা জানানো হয়।
রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর কথা রয়েছে। এটি দেশের প্রথম পারমাণু বিদ্যুৎকেন্দ্র যা রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণ হচ্ছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ষষ্ঠ দিন আজ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট এই ঘটনায় রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা জোট।
এই অবস্থায় এক ধরনের শঙ্কা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের শিডিউলেও কোনো প্রভাব পড়বে কী না। সেই শঙ্কার পরিপ্রেক্ষিতেই নিজেদের অবস্থান জানাল রোসাটম।
আরইউ/এএস
