সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আইইউবি বাংলাদেশের ‘জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতি:পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক

বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইইউবি)’র পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে আমাদের দেশের ‘জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতি:পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড’।

মহাকাশ অলিম্পিয়াডটির আঞ্চলিক রাউন্ডের রেজিস্ট্রেশন এখন চলছে। চলবে ছয় মার্চ পর্যন্ত। আঞ্চলিক রাউন্ডের জন্য রেজিস্ট্রেশনের লিংক হলো-bdoaa.org/registration. এটি আগ্রহী নানা বয়সের, মূলত কিশোর-তরুণ প্রতিযোগীদের সরাসরি রেজিষ্ট্রেশনের লিংক। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে বিডিওএএ তাদের সব কাজের খবর জানাবে  https://bdoaa.org/ এই ওয়েব সাইটের মাধ্যমে। ফলে প্রতিযোগী ও আগ্রহী এবং তাদের অভিভাবক সবাইকেই সাইটটি অনুসরণ করতে অনুরোধ করেছেন তারা।

অলিম্পিয়াডটির আয়োজন ও তত্বাবধান করছে ‘বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (বিডিওএএ)’। তাদের নতুন কমিটিও তৈরি হয়েছে। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইইউবির নামকরা অধ্যাপকরা দায়িত্বভার গ্রহণ করেছেন।

আয়োজক ও পৃষ্ঠপোষক সূত্রে জানানো হয়েছে, ছয় মার্চ’র পর রেস্ট্রিশনের মাধ্যমে প্রতিযোগিদের সঙ্গে যোগাযোগ করা হবে। নিশ্চিত প্রাথীদের তালিকা প্রদান করেছেন সেখানে আয়োজক নতুন কার্যনির্বাহী কমিটি। এবার নতুন এই কমিটি দিয়েছে ‘বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (বিডিওএএ)।

রেজিস্ট্রেশন ও নিশ্চিত হওয়া আগ্রহীদের নিয়ে ধারাবাহিকভাবে আঞ্চলিক পর্বগুলোর আয়োজন করা হবে। এজন্য বিডিওএএ এবং আইউবি সারা বাংলাদেশের এই মহাকাশ অলিম্পিয়াডের প্রতিযোগিদের তিনটি অঞ্চলে ভাগ করেছেন। তাদের নিয়ে আয়োজন করা হবে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতি:পদার্থবিজ্ঞানের নানা প্রতিযোগিতাগুলো।

অত্যন্ত কৌতুহলোদ্দীপক এবং জ্ঞানগর্ভ এই রাউন্ডগুলোতে যেমন তারা নিজেদের মেধা ও যোগ্যতাকে ঝালাই করে নিতে পারবেন, তেমনি জানতে পারবেন মহাকাশের অনেক কিছু। অজানাকে জানার অপার সুযোগ ঘটবে। থাকবে টেলিস্কোপ, দূরবীন, তারার রাজ্যে ঘুরে আসার সুযোগ। মহাকাশ বিজ্ঞানীদের বিষ্ময়কর জীবন। নাসাসহ কত কিছু। মহাবিশ্বকে নিয়ে তাদের এই প্রতিযোগিতার এরপর হবে জাতীয় পর্যায় বা ন্যাশনাল রাইন্ড। সেই রাউন্ডে আসবেন আঞ্চলিক পর্বের বিজয়ীরা। ন্যাশনাল রাউন্ড হবে ঢাকায়, এপ্রিলে।

সেখান থেকে নির্বাচিত যোগ্য প্রতিযোগিদের নিয়ে জুন মাসে অনলাইনে এবং সরাসরি জাতীয় ক্যাম্পটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। তাতেও জ্যোর্তিবিজ্ঞানের হালআমলের নানা কিছু যেমন জানানো হবে, তেমনি মৌলিক ভুবনে ঘুরে আসতে পারবেন তারা। জ্যোতি:পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও তাই ঘটবে বলে জানিয়েছেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্বিক পদাথবিজ্ঞানের অধ্যাপক, বিখ্যাত লেখক ও বিডিওএএ’র সভাপতি ড. আরশাদ মোমেন। তার সঙ্গে বিরাট এই আয়োজনে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক তালাত আহমেদ । তিনি বিডিওএএ’র ট্রেজারার। বিডিওএএর মহাসচিব হিসেবে রয়েছেন অন্যতম আয়োজক ও পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অ্যাস্ট্রোনমি রিসার্চ গ্রুপের সহকারী অধ্যাপক খান আসাদ।

তারা বলেছেন, এভাবে প্রশিক্ষণ দিয়ে সেরা ও যোগ্য প্রার্থীদের নিয়ে ২০২২ ও ২০২৩ সালের ইউক্রেন, পোল্যান্ড ও বেলারুশের ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইওএএ)’র বিশ্ব আসরগুলোতে বাংলাদেশ দলটি অংশগ্রহণ করবে। তাদের আরো প্রশিক্ষণ ও কাজ করানো হবে আসরগুলোর জন্য জানিয়েছেন ড. আরশাদ মোমেন।

বিশ্বজুড়ে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডটি ২০০৭ সাল থেকে আয়োজন করা হচ্ছে। ‘বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (বিডিওএএ)’ ২০১৮ থেকে দেশে অলিম্পিয়াডের আয়োজন ও নির্বাচিত যোগ্য মহাকাশ অনুসন্ধিৎসুদের আইওএএতে বিভিন্নভাবে প্রেরণ করছে।

আমাদের দেশের ছাত্র, ছাত্রীদের অনেক সাফল্য আছে। ২০২০ সালে বাংলাদেশ দল ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইওএএ)-এ অংশ নিয়েছে। দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ জয় করেছে।

২০২১ সালে আইইউবি’র কম্পিউটার ল্যাবের মাধ্যমে অনলাইনে অলিম্পিয়াডে অংশ নিয়েছে বাংলাদেশ দল। তারা সেবারের ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইওএএ)’-এ একটি ব্রোঞ্জ পদক জয় করে এনেছেন। চারটি অত্যন্ত সম্মানের স্বীকৃতিপত্র লাভ করেছেন।

ছবি : ১. বিডিওএএর প্রদান করা ২০২১ সালে অংশ নেওয়া বাংলাদেশের সেরা পাঁচ প্রতিযোগী ও তাদের সুপারভাইজর, আয়োজকরা।

২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক, লেখক ড. আরশাদ মোমেন

ওএস।

 

Header Ad

বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২

ঘাতক বাসটিকে আটকে রেখেছেন বিক্ষুব্ধ জনতা। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী- মাতাজিহাট সড়কে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ওই নারী সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের যতিনের (হিটলার) স্ত্রী সন্জিতা রানী (১৮)। দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের আলতাব হোসেন (৬৫) এবং ভাতসাইল গ্রামের চরমন বালা (৫০) আহত এবং নিহত সবাই ভ্যানের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা।

জানা যায়, নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল (চট্টমেট্টো ব ৫৭৩৪) বাসটি। অন্যদিকে ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। আপেল শো-রুমের সামনে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

উদ্ধারকাজে অংশ নেওয়া বদলগাছী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষের খবর দুপুর ১২:০০ টার দিকে পাই। ঘটনাস্থলে গিয়ে আমরা আহত ভ্যানের চালকসহ ১ জনকে মৃত এবং আরো ১ জন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। ভ্যান চালক এবং ১ জন যাত্রী কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে রেজাউল করিম বলেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে।সে জায়গায় রাস্তাটি খাড়াখন্দে ভরা। ভ্যানটি বদলগাছী চারমাথা থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে বাসটি নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাওয়ার পথে আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

স্থানীয়রা জানান, যেখানে দুর্ঘটনা হয়েছে। সেখানে রাস্তাটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। ইট দেওয়ার ফলে রাস্তাটি উঁচু নিচু হয়ে আছে সেখানে। সড়ক জনপদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নজরদারি আর ধীরগতিতে রাস্তায় কাজ হওয়ায় এমন দুর্ঘটনা প্রায় ঘটছে বলে জানান তারা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Header Ad

মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার

ডিএমপির নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

রাজধানীর কোনো থানায় মামলা না নিলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক মিনিটেই বরখাস্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন।

বৈঠকে একজন রিকশাচালক দাবি করে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করা হবে।

চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরীবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এর আগে বেলা ১১টার দিকে দুটি রিকশাচালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তারা দাবি করেন, পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকার গলিতেও ঢুকতে দেওয় না। এজন্য বাধ্য হয়ে আমরা মূল সড়কে উঠে পড়তে হয়। আমাদের সহযোগিতা করলে উপকৃত থাকতাম।

Header Ad

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

দণ্ডিত মোস্তাফিজুর রহমান বাবু (২৬) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাঘেরকান্দা এলাকার বাসিন্দা।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৯ সালের অক্টোবর মাসে নগরীর পাঁচলাইশ থানার মাদ্রাসাতুল মদিনায় হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত বাবু। তিনি ওই মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর বাবা আসামি বাবুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই মাদ্রাসার দুই শিক্ষককেও অভিযুক্ত করেন ভিকটিম শিক্ষার্থীর বাবা।

পুলিশ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ১১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আট জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার দুই শিক্ষককে খালাস দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি বাবু আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?