মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত যুদ্ধ করছে পুলিশ: আইজিপি
সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করছে পুলিশের সদস্যরা। এমনটিই জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে-এর আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. বেনজীর আহমেদ বলেন, সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করছে পুলিশ সদস্যরা। অপরাধীদের বিরুদ্ধে এ লড়াই চলমান থাকবে। গেল বছর ৩৪৬ জন পুলিশ সদস্য মারা গেছেন। এর মধ্যে ১৩৮ জন মৃত্যুবরণ করেছেন দায়িত্বরত অবস্থায়। নিহত সব পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি পুলিশের হতাহত সদস্যদের পরিবারের পাশে থেকে কাজ করে যাব। নিহত পুলিশ সদস্যদের অনুদানের টাকা বিতরণের দায়িত্ব পুলিশ সুপারদের নিতে হবে।
পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালকে আধুনিকায়ন করা হচ্ছে বলেও আইজিপি জানান।
অনুষ্ঠানে আইজিপি নিহত পুলিশ সদস্যদের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন।
কেএম/টিটি