ইউক্রেনে এখনও ৭০০ বাংলাদেশি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ফটো
ইউক্রেনে এখনও ৭০০ বাংলাদেশি আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ইউক্রেন থেকে চার শতাধিক বাংলাদেশি নাগরিক পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ায় আশ্রয় নিয়েছেন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সংখ্যা আরও বাড়তে থাকবে। আজ সোমবার এ সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়ে যেতে পারে। তবে ইউক্রেনে এখনও আরও ৭০০ বাংলাদেশি আটকা পড়েছেন।
আটকে পড়াদের ফেরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সঙ্গে সরকার কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা ইউক্রেনে আটকা পড়েছেন তাদের নিরাপদ অবস্থানে নিতে আইওএম আমাদের সহযোগিতা করছে। বাংলাদেশে ফেরাতেও সংস্থাটি সহযোগিতা করছে।
তবে ইউক্রেন থেকে উল্লিখিত তিন দেশে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের বেশিরভাগই দেশের ফিরতে রাজি নয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৫০ জনের ওপরে দেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বেশিরভাগই দেশে ফিরতে রাজি না। দেশে ফিরতে চাওয়াদের ফেরাতে একটু সময় লাগবে।
ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস থেকে এসব বাংলাদেশিদের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের সঠিক পরিসংখ্যানও নেই সরকারের কাছে। তবে ধারণা করা হয়, প্রায় দেড় হাজার বাংলাদেশি দেশটিতে অবস্থান করছেন।
আরইউ/আরএ/