আপত্তিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিবে ডিবি: আইজিপি
আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, কোনো এলাকায় আপত্তিকর ঘটনা ঘটলেই ডিবিকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ সময় আইজপি আরও বলেন, কোন এলাকায় কোন আপত্তিকর ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে। নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে হবে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি অফিস মিন্টু রোডে ডিএমপি’র গোয়েন্দা পুলিশের নতুন কার্যালয় ভবনের শুভ উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, কোন খারাপ উদ্দেশ্য নিয়ে এমন কোন কাজ করা যাবে না, যা আপনাদের কর্মজীবন তথা বাহিনীর জন্য ক্ষতির কোন কারণ হয়। শুধু ঢাকা মহানগর নয় দেশের কোথাও কোন চাঞ্চল্যকর অপরাধ হলে ডিএমপির গোয়েন্দা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আইজপি।
শুরু থেকে যারা এই ভবনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদেরসহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, গোয়েন্দা পুলিশের জন্য আজকের দিনটি বড় তাৎপর্যপূর্ণ। আপনাদের কাজ করার জন্য একটি ভাল কর্ম পরিবেশ তৈরি হয়েছে। সবাইকে এক সাথে সাহস ও সততার সাথে কাজ করতে হবে।
মত বিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও এসবি’র অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান। এছাড়া যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারগণ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএম/এএস