ভোট রাতে না দিনে হবে জবাবে যা বললেন সিইসি
‘আগামী নির্বাচনে ভোট রাতে হবে না দিনে হবে’ এমন এক প্রশ্নের জবাবে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “সেটা সময়ই বলে দেবে। যদি রাতে হয়ে থাকে, আপনারা যেটা বলছেন, সেটা অতীতের কথা, আমি জানি না। যখন আগে ভোট হয়, আমি দিনেই দিয়েছি। ...রাতের ভোট দিনের ভোট সেই এপিসোডে যেতে চাই না। আমাদের দিকে তীর লক্ষ্য করে রাখেন, যদি দেখেন আমরা সেটা করি আমাদেরকে তীরবিদ্ধ করেন, আপত্তি করব না।”
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘বিএনপি ও জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা সরকারের আমলা, আপনারা সরকারের অনুগত তাই নিরপেক্ষ অবস্থানে থাকা সম্ভব না’ আপনি কি মনে করেন? এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনি কি মনে করেন রাতে গিয়ে ভোটবাক্সগুলো চুরি করে ওখানে বসে সিল মারবো, বা আমি দেখেও বলবো তাড়াতাড়ি করে ঢোকাও সবাই দেখে ফেলবে। এরকম চিন্তা করা...। আমি সরকারি কর্মচারি ছিলাম। অতীতে যারা ছিলেন তারাও সরকারি কর্মচারি ছিলেন। কেউ কেউ বলেন, শামসুল হুদা কমিশনের নির্বাচন দৃষ্টান্ত... এটা আপেক্ষিক। অনুকূল পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক নেতৃত্বে যে দায়িত্ব রয়েছে, সেটা যদি শেয়ার না করে তাহলে নির্বাচন কমিশন এককভাবে যে উদ্দেশ সেটা অর্জন করা সম্ভব না। সেখানে সীমাবদ্ধতা দেখা দেবে।’
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করব: সিইসি
এসএম/এপি/