রোহিঙ্গা নির্যাতন আইসিসিতে প্রমাণের চেষ্টা করছি: চিফ প্রসিকিউটর
আইসিসির চিফ প্রসিকিউটর করিম এএ খান
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যা, নির্যাতন ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তথ্য-প্রমাণ দিয়ে আদালতে প্রমাণের চেষ্টা করছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর টিম।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ঢাকা সফররত আইসিসির চিফ প্রসিকিউটর করিম এএ খান এ কথা জানান।
দেরিতে হলেও রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিচার হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে করিম এএ খান বলেন, তাদের হত্যা ও নির্যাতনের তথ্য-প্রমাণ দিয়ে আদালতে উপস্থাপনের চেষ্টা করছে প্রসিকিউটর টিম। এজন্য চলতি বছরেই আবারও বাংলাদেশ সফরে আসার কথা জানান তিনি।
মিয়ানমারের পটপরিবর্তনের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন কিছুটা জটিল হয়েছে, তবে তা আদালতে খুব একটা প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে আইসিসির চিফ প্রসিকিউটর বলেন, ইউক্রেন পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। আইসিসি যেকোনো ধরনের নৃশংস অপরাধ প্রতিরোধ করতে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রতিশ্রুবদ্ধ।
রবিবার ছিল করিম এএ খানের বাংলাদেশ সফরের শেষ দিন। সফর শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সফরকালে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পাশাপাশি আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি।
আরইউ/আরএ/