সিইসি ও ইসির শপথ আজ
নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের একটি সূত্র ঢাকাপ্রকাশকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করাবেন।
শনিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন-অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং সাবেক সিনিয়র সচিব মো. আনিছুর রহমান।
গত ২৭ জানুয়ারি আইন পাস হওয়ার পর প্রথম আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হলো। এই নির্বাচন কমিশনের মাথার উপর আগামী দ্বাদশ সংসদ নির্বাচন। শপথ গ্রহণ শেষে প্রথম কমিশন বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনার। জানা গেছে, দুই-এক দিনের মধ্যেই তারা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করবেন।
এসএম/আরএ/এসএ/