উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করেছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ৩৪ হাজার সদস্য নিয়ে ডিএমপি তাদের কার্যক্রম পরিচালনা করছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেই নয়, করোনার মহামারীতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এ সময় তিনি বলেন, অপরাধকে নিয়ন্ত্রণে রেখে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করেছে পুলিশ।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পুলিশ সক্রিয় রয়েছে বলেই জঙ্গি ও সন্ত্রাস দমন করে দেশের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রশংসিত হচ্ছি। এসব কিছুর কেন্দ্র বিন্দুতে রয়েছে ডিএমপি।
এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন বলেন, ঢাকা শহরে ২ কোটি মানুষের নিরাপত্তা সেবা দিয়ে যাচ্ছে ডিএমপি। একটি দেশের উন্নয়নের পেছনে কাজ করে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা। এটা পুলিশ বাহিনী দারুণ ভাবে করেছে।
সচিব আরো বলেন, দেশে অনেকগুলো মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা না গেলে এসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।
তিনি বলেন, আমাদের শহরের রাস্তাগুলো খুবই সংকীর্ণ। এর মধ্যেও সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখে চলেছে ডিএমপি।
কেএম/এসআইএইচ