ঢাকাপ্রকাশকে ইসি আলমগীর
এখন কোনো প্রতিক্রিয়া নেই

এখনই কোনো প্রতিক্রিয়া নেই বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
ইসি হিসেবে নিয়োগ পেয়ে তার অনুভূতি কি জানতে চাইলে মো. আলমগীর ঢাকাপ্রকাশকে বলেন, ‘কীভাবে কী হলো আমি জানি না। আমার নাম কে দিল সেটাও জানি না।’
নবনিযুক্ত নির্বাচন কমিশনার সাবেক এ সিনিয়র সচিব বলেন, ‘সবেতো কমিশন গঠন হলো। আমাদের প্রধান আছেন। আমরা পাঁচজন বসব। নিজেদের মধ্যে কথা বলব। কিছু বলার থাকলে তারপর বলব। এখন কোন প্রতিক্রিয়া নেই।’
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশার নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মধ্য দিয়ে গঠিত হলো নতুন নির্বাচন কমিশন।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এনএইচবি/এমএমএ/
