নতুন ইসি সম্পর্কে ব্রিগেডিয়ার সাখাওয়াত
কাজ শুরু করলে বোঝা যাবে প্রত্যাশা পূরণ করতে পারবে কি না

নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়ে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নতুন কমিশন প্রত্যাশা পূরণ করতে পারবে কি না সেটা কাজ শুরু করলে বোঝা যাবে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকাপ্রকাশ’কে একথা বলেন সাবেক এই নির্বাচন কমিশনার।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের মোস্ট ওয়েলকাম। এখন দেখার বিষয় তারা প্রত্যাশা পূরণ করতে পারবে কীনা। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। তারা কাজ শুরু করুক। তখন প্রত্যাশা পূরণের বিষয়টি বোঝা যাবে।’
শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে দেখা যায়, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।
এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং সাবেক সিনিয়র সচিব মো. আনিছুর রহমান।
আরইউ/
