নির্বাচন কমিশনার হলেন যারা

বাঁ থেকে, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সিনিয়র সচিব মো. আলমগীর এবং সাবেক সিনিয়র সচিব মো. আনিছুর রহমান ।
রাষ্ট্রপিত মো. আবদুল হামিদ প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার এর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
চারজন নির্বাচন কমিশনার হিসেবে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা হলেন-অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং সাবেক সিনিয়র সচিব মো. আনিছুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।
চার নির্বাচন কমিশনারের পরিচিতি তুলে ধরা হলো:
রাশিদা সুলতানা
তিনি জুডিশিয়াল ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন ১৯৮৮। রংপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে ২০১৯ সাল থেকে দায়িত্ব পালন করেন। এখান থেকেই তিান ২০২০ সালে অবসরে যান। এর আগে ২০১৭ সালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৫ সালে বগুড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর জজ হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান
তিনি ২০১৩ সালের ২৬ ডিসেম্বর সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। পরে ২০১৪ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেয় সরকার। বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন আহসান হাবীব খান। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিটিআরসিতে একটি প্রকল্পেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. আলমগীর
তিনি সর্বশেষ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব হিসেবে চাকরি থেকে অবসরে যান। এর আগে এই কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
আনিছুর রহমান
তিনি ২০২০ সালে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসাবে অবসরে যান। এর আগে ২০১৮ সাল ২০২০ সাল পর্যন্ত মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।
আনিছুর রহমান এর জন্ম ১৯৬২ সালে শরীয়তপুর জেলায়। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দেন।
আরও পড়ুন : সিইসি হলেন সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল
এনএইচবি/এএস/এপি
