র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে লবিস্ট ফার্ম নিয়োগ
র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এক বছরের জন্য নেলসন মুলিন্স নামের একটি লবিস্ট ফার্মকে নিয়োগ করেছে সরকার।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ জন্য প্রতি মাসে ২০ হাজার মার্কিন ডলার খরচ হবে জানান তিনি।
এর আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। প্রতিটি বিষয় নিয়ে ব্যখ্যা দিয়ে ওই চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। চিঠিতে মাদক ও জঙ্গি নির্মূলে র্যাবের ভূমিকাও তুলে ধরা হয়েছিল।
গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।
নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে আছেন র্যাবের সাবেক মহাপরিচালক বর্তমানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) রেনজীর আহমেদ, র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খান।
ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাতকালে বলেছিলেন শাস্তি নয় সতর্ক করতে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
আরইউ/এমএমএ/