নয়াদিল্লিতে মাসুদ-শ্রিংলা বৈঠক
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে এ কথা জানানো হয়।
টুইটে বলা হয়, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তার ভারতীয় সহকর্মী পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেছেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং দুই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মধ্যে ক্রমাগত ক্রমবর্ধমান সম্পর্কের গতি ধরে রাখতে নিয়মিত কার্যক্রমের ওপর জোর দিয়েছেন।
বৈঠককালে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভারতীয় পররাষ্ট্রসচিবের আমন্ত্রণে নয়াদিল্লি যান। ওই দিনই তিনি চেন্নাইয়ে খোলা বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিস পরিদর্শন করেন এবং অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রসচিব। ২০২১ সালে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। এ ক্ষেত্রে চলতি বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা রয়েছে। বৈঠকে সফরের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।
এ সময় বাংলাদেশ ও ভারতের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেন। সে সময় মাসুদ বিন মোমেনকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি।
তিন দিনের সফর শেষে মাসুদ বিন মোমেন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় ফেরার কথা রয়েছে।
আরইউ/এমএমএ/