সীমা লঙ্ঘন করলে বিদেশি কূটনীতিকদের সাবধান করা হবে: পররাষ্ট্রসচিব
বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের নির্বাচন বা অন্য কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করলে সাবধান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রসচিব।
পররাষ্ট্রসচিব এক্ষেত্রে সাংবাদিকদের দায়ী করে বলেন, আপনারা যদি বিদেশিদের কাছে সারাক্ষণ মন্তব্য চাইতে থাকেন তাহলে তো তারা মন্তব্য করবেই। আমরা কখনো চাইব না যে ডোমেস্টিক অ্যাফেয়ার্স নিয়ে কেউ হস্তক্ষেপ করুক বা সেই ধরনের কোনো মন্তব্য আসুক। সেক্ষেত্রে যদি কোনো কূটনীতিকের বক্তব্য সীমা লঙ্ঘন করে তাহলে তাদের সাবধান করব।
যেসব দেশের কূটনীতিকরা সাধারণত বাংলাদেশের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করেন তাদেরকে ‘উন্নয়ন সহযোগী’ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, ন্যাচারালি উনারা যেহেতু সবাই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার সেহেতু তাদের আগ্রহ থাকতেই পারে। কিন্তু আগ্রহ থাকা এক জিনিস আর লেকচার দেওয়া আরেক জিনিস।
সাধারণত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা অস্ট্রেলিয়া, জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের নির্বাচনসহ বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে তাদের ভাবনা তুলে ধরেন। বিভিন্ন প্রোগ্রামে বা বিবৃতি দিয়ে বাংলাদেশের বিশেষ কিছু ইস্যুতে তারা তাদের এই অবস্থান তুলে ধরেন। এসব নিয়ে মূলত সাবধান করলেন পররাষ্ট্রসচিব।
আরইউ/এমএমএ/