সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ও মনিটরিং না থাকায় বিস্ফোরণ বাড়ছে

সারাদেশে হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। এ দুর্ঘটনার কবলে পড়ে অনেক মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেশে দিন দিন বাড়ছে প্রাণহানি। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেই চলছে। বাসাবাড়ি, গাড়ি, এমনকি ট্রলারেও ঘটছে বিস্ফোরণ। তথ্য-উপাত্ত বলছে, সিএনজি, এলপিজি, অক্সিজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, হিলিয়ামসহ বিভিন্ন গ্যাসের মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে।

এসব দুর্ঘটনার কারণ ও রোধ করার বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, বিস্ফোরণ ঠেকাতে অবশ্যই সিলিন্ডার ব্যবহারকারীকে সচেতন হতে হবে। অন্যদিকে গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংশ্লিষ্ট কোম্পানিগুলোর উচিত হবে বাজারে সরবরাহের আগে অবশ্যই সিলিন্ডারগুলো তদারকি করা। নিয়মের মধ্যে থেকে সিলিন্ডার ব্যবহার ও সরবরাহ নিশ্চিত না হলে ভবিষ্যতে এ দুর্ঘটনা আরও বাড়তে পারে।

বিস্ফোরক বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার এবং যথাযথ মনিটরিং না থাকার কারণে এ ধরনের দুর্ঘটনা বেড়েই চলছে।

বিস্ফোরক বিশেষজ্ঞদের দাবি, এসব সিলিন্ডার যে সমস্ত ট্রান্সপোর্টে সরবরাহ করা হয়, অনেক সময় সরবরাহকারীরা সিলিন্ডার গুলো অবহেলা নিয়ে নাড়াচাড়া করে, ছুড়ে ফেলে দেয়, যার কারণে সিলিন্ডার ছিদ্র বা অকেজো হয়ে পড়ে এবং সিলিন্ডারের ভাল্ব নষ্ট হয়ে যায় এ কারণে হয়তো বর্তমানে বেশি বিস্ফোরণ ঘটছে।

এদিকে অনেকে মনে করছে, মেয়াদোত্তীর্ণ গ্যাসের সিলিন্ডার বাজারে ছেড়ে দেওয়ায় হঠাৎ করে ঘটছে এ বিস্ফোরণের ঘটনা। তাদের দাবি এ বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো উচিত।

এদিকে একটি সূত্র জানায়, গত এক বছরে ৮৯৪ টি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৭৫ জন আহত হয়েছে এবং ৮‌ জন নিহত হয়েছে।

তথ্য মতে জানা গেছে, গত শনিবারে মুন্সীগঞ্জে একজন, এবং নরসিংদীতে একজন গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আহত হয়। তাছাড়া রবিবার একদিনে সারাদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১৫ জন দগ্ধ হয়। এর মধ্যে ৩ জন সংকট পূর্ণ অবস্থায় রয়েছে এবং এ ঘটনায় ৫ জন মৃত্যুবরণ করেছে। মোট তিন দিনে সারাদেশে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৫ জনের মৃত্যু হয় এবং ১৭ দগ্ধ হয়।

জানা যায়, গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ ব্যাপারীবাড়ি এলাকায় ট্রাকচালক আবদুল বাতেন মেরামতের জন্য একটি গাড়ির সিলিন্ডার থেকে গ্যাস অপসারণ করছিলেন। সেখানে হঠাৎ অপর এক ট্রাকচালক আলম হোসেন সিগারেট জ্বালাতে গেলে আগুনের সংস্পর্শে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১০ জন দগ্ধ হন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ বিস্ফোরণে দগ্ধ হয়ে জজ মিয়া (৫১) ও আলম হোসেন (৪০) নামের দুজন ব্যক্তি মৃত্যুবরণ করে।

একইদিনে, বেলা ১১ টার সময় রাজধানীর বারিধারার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়। দগ্ধ হওয়া আশিক সাদেক ও জিসান দুজনই কানাডা প্রবাসী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভান। দগ্ধদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

ঐদিনেই, ময়মনসিংহের ভালুকায় একটি তালাবদ্ধ বসতঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে ৩ শিশু ভাই-বোনের ভয়াবহ মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, তাদের বাবা-মা পোশাক কারখানার কর্মী। তারা সন্ধ্যার পর তিন শিশুকে ভাড়া বাসায় রেখে বাইরে তালা দিয়ে বের হয়েছিলেন। মা-বাবা আসার আগেই রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন টিনের ঘরে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর পর তিন শিশুর পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়।

এদিকে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এসব ঘটনার কারণে অনেকে মনে করছেন হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বেড়ে গিয়েছে। তাদের দাবি, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় হয়তো মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বাজারে ছাড়া হয়েছে যার কারণে এটা ঘটছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে দাম বাড়ার কোন সম্পর্ক নেই বলে আমি মনে করি। কারণ সিলিন্ডার বিস্ফোরণ একটা বিষয় আর দাম বেড়ে যাওয়া আরেকটি বিষয়। তবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই যারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তাহলে এ ধরনের ঘটনা হয়তো কমে আসবে।

এ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, সারাদেশে প্রতিদিন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অনেক মানুষ অগ্নিদগ্ধ হচ্ছে। আমরা ঘটনার পর্যবেক্ষণ করে দেখছি সচেতনতার অভাবে এসব ঘটনা বেড়ে যাচ্ছে। তিনি বলেন, অনেক মানুষ গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে পারে না আমরা বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা করে যাচ্ছি। আমরা সাধারন মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান করছি।

এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের বিস্ফোরক বিশেষজ্ঞ প্রফেসার মোঃ আশিকুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, গত ৭২ ঘণ্টায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আহত বা নিহত যে ঘটনাটি ঘটেছে সেটা হয়তো কাকতালীয় হতে পারে। তবে এমন ঘটনা প্রতিদিনই কমবেশি আমাদের দেশে ঘটে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কয়েকটি কারণ আছে, সেগুলো হলো সিলিন্ডারের মেয়াদ না থাকা, মনিটরিং না হওয়া এবং সিলিন্ডারের ভিতরে অতিরিক্ত গ্যাসের চাপ প্রয়োগ করার কারণে সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাছাড়া অনেকে ব্যবহার সঠিক মতো জানেনা। আমি মনে করি জেনে বুঝে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করলে বিস্ফোরণের সংখ্যা কমে আসবে।

তিনি বলেন, আমাদের দেশের সিলিন্ডার মনিটরিং এর অভাব রয়েছে। বিশেষ করে মনিটরিংয়ের দিকে গুরুত্ব দিতে হবে এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার সরিয়ে ফেলতে হবে। এবং মনে রাখতে হবে গ্যাসের সিলিন্ডারের মধ্যে যাতে কোনভাবে হাইপ্রেশার না হয়।

প্রফেসর আরো বলেন, সিলিন্ডারের মান এবং মেয়াদ কর্তৃপক্ষকে বা সরকারী ভাবে মনিটর করা দরকার। অনেকে গ্যাসের সিলিন্ডার দীর্ঘদিন ব্যবহার করতে থাকে দীর্ঘদিন সিলিন্ডার ব্যবহার করলে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। এ বিষয়ে সতর্ক হতে হবে। অনেক সময় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয় এর কারণ হলো একটি সিলিন্ডার গাড়িতে অনেকদিন ধরে ব্যবহার করা হয়। এক ধরনের ডিভাইস অনেক দিন ধরে অপারেট করতে থাকলে মেকানিক্যাল ডিভাইস যে কোনো কারনে ধাক্কা লেগে একটা ভাল্ব নষ্ট হয়ে যেতে পারে এবং দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের ব্যবহারকারীরাও অনেক সময় জানেন না কিভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয়। তারা সেগুলোর রক্ষণাবেক্ষণ বোঝেন না। বাসায় কিভাবে রাখতে হবে, কোথায় রাখা যাবে সেগুলো অনেকে চিন্তা করেন না। এসব বিষয় সবাইকে সচেতন হতে হবে। আমরা দেখেছি অতীতের গ্যাস সিলিন্ডারের সাথে একটা সেফটি ভাল্ব থাকতো, আসলেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কথা না, যদি সেফটিটা সঠিক মত কাজ করে।

তিনি বলেন, আমার পরামর্শ হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ও ঝুঁকিপূর্ণ অথবা সন্দেহজনক সিলিন্ডার ব্যবহার থেকে দূরে থাকলে এবং জনসচেতনতা বৃদ্ধি পেলে এ ধরনের বিস্ফোরণ কমে আসবে।

তিনি বলেন, তাছাড়া আমরা দেখেছি, যে সমস্ত ট্রান্সপোর্টে গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয় সেগুলো মাটিতে ছুড়ে ফেলা হয় যার কারণে সিলিন্ডারের ভাল্ব এবং বোর্ডের উপরে প্রচন্ড ক্ষতি হয় এ কারণে হয়তো বেশি বিস্ফোরণ হচ্ছে তবে নিয়মিত মনিটরিং করলে এ ঘটনা কমে আসবে।

কেএম/এএস

Header Ad

ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ তৃতীয় দিনটা শুরু করেছিল ২ উইকেটে ৪০ রান নিয়ে। ২৩ রানের মাথায় মেহেদী হাসান মিরাজ যখন বিদায় নেন তখনো ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৫ রান। তবে জাকের আলীর ৫৩ রানে ভর করে শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে পেরেছে বাংলাদেশ।

এর আগে অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা। তৃতীয় দিনের শুরুতেই শাহদাত হোসেন দিপুর উইকেট হারায় বাংলাদেশ। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে মুমিনুল হক প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি এই দুই ব্যাটার।

তাদের বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়ে টাইগাররা। তবে জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়ায় লাল-সবুজের বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে।

মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন। তবে এ দিন সুবিধা করতে পারেননি দিপু। দলীয় ৬৬ রানে ৭১ বলে ১৮ রান করে আউট হন তিনি।

দিপুর বিদায়ের পর ক্রিজে আসা লিটনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন। দেখেশুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মুমিনুল।

৬২ রানের জুটি গড়েন লিটন ও মুমিনুল। তবে দলীয় ১২৮ রানে ১১৬ বলে ৫০ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন লিটন। ৭৬ বলে করেন ৪০ রান।

এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ১৬৬ রানে ৬৭ বলে ২৩ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এরপর তাইজুলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন জাকের আলি। ৬৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

ফিফটি তুলে নেন জাকের। তবে দলীয় ২৩৪ রানে ৬৩ বলে ২৫ রান করে আউট হন তাইজুল। ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি জাকের। ফিরেছেন ৫৩ রান করে। তার বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি হাসান মাহমুদ। ১৬ বলে ৮ রান করে আউট হন তিনি।

এরপর তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম মিলে দিনের বাকি খেলা শেষ করেন। তাসকিন ১১ ও শরিফুল ৫ রানে অপরাজিত আছেন।

Header Ad

অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচল সীমিত করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার । এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

উপ-প্রেস সচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার। আমরা আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে। ব্যাটারিচালিত অটোরিকশা শহরের রাস্তায় চলতে পারবে কি না, তা নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাধান খুঁজে পেতে চায় সরকার।

এর আগে, ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার আদেশ দেয় হাইকোর্ট; যা তিন দিনের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এরপর থেকেই বিভিন্ন স্থানে আন্দোলন করে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এ সময় হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি জানায় তারা।

Header Ad

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১) (গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো।

এতে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সব হিসাবের হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) সংযোজিত এক্সেল শিট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।

নির্দেশনার আওতায় লেনদেন স্থগিত করা হিসাবগুলোর ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ -এর বিধি ২৬(২) প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

সায়মা ওয়াজেদ পুতুলছাড়াও সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডে রয়েছেন ডা. মাজহারুল মান্নান, মো. শামসুজ্জামান, জাইন বারি রিজভী ও নাজমুল হাসান।

উল্লেখ্য, সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক ও স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশে কাজ করে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা