মার্চে ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। ফাইল ফটো
আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। বাংলাদেশে সৌদি বিনিয়োগ, নিরাপত্তা ইস্যু এবং শ্রমিক পাঠানোর মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার সফরকালে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দীর্ঘ আট বছর পর সৌদি আরবের পররাষ্টমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। এটাকে বাংলাদেশ একটি সুযোগ হিসেবে দেখছে। দু’দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে আলোচনা করবে ঢাকা।
সৌদি আরব বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে দুই দেশ এক সঙ্গে কাজ করে। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একে অপরকে সহযোগিতা করে দুই দেশ।
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ সহযোগী। আগে দেশটিতে কর্মী পাঠানো একমাত্র বিষয় থাকলেও এখন আরও অনেক ইস্যু জড়িত। বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আগ্রহ রয়েছে সৌদি আরবের।
আরইউ/আরএ