বিধিনিষেধ উঠলেও সবাইকে মাস্ক পরতে হবে
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, বিধিনিষেধ উঠে গেলেও সবাইকে সতর্ক থাকতে ও মাস্ক পরার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, একুশে পদক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ বিষয়ে বিশেষভাবে সবাইকে রিকুয়েস্ট করেছেন, আমরা একটু কমফোর্টের দিকে যাচ্ছি বলে যেন রিলাক্স না হই। মন্ত্রিসভা বৈঠকেও তিনি বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন যেন সব লেভেলের মানুষ সতর্ক থাকেন।
তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী এক কোটি টিকা দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, খবরটা যেন ব্যাপকভাবে প্রচার করা হয়। এজন্য মিডিয়ার প্রতি তিনি অনুরোধ করেছেন। ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রচারণা চলাতে সবাইকে বিশেষ করে ডিসি,এসপি, ইউএনও, চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার মেয়র, রাজনৈতিক নেতৃত্ব সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই যেন ২৬ ফেব্রুয়ারি কেউ বাদ না যান টিকা থেকে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জাতীয় পরিচয়পত্র না থাকলেও একটা স্লিপ নিয়ে গেলেও টিকা দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অলরেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘নিউ কভ’ নামে আরেকটা ঢেউ আসার সম্ভাবনা আছে। সেটা অমিক্রনের মত এতোটা সহজ হবে বলে মনে করছেন না। সে জন্য আমরা যেন সবাই সতর্ক থাকি।
তিনি জানান, ১২ বছরের নিচেও কিভাবে ভ্যাক্সিন দেওয়া যায় সে নিয়ে চিন্তা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পৃথিবীর যেসব দেশে টিকা দেওয়া হচ্ছে সেগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে উনারা এটা করার চেষ্টা করবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল ও ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। সবাই যেন মাস্ক পরেন। এটা নিশ্চিত করতে হবে।
এনএইচবি/আরএ/