২২ ফেব্রুয়ারি থেকে উঠছে করোনার বিধিনিষেধ

আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে শেষ হচ্ছে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলা বিধিনিষেধ। এরপর আর বিধিনিষেধ বাড়ানো হবে না বলে জানানো হয়।
রবিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, বিধিনিষেধ আর বাড়বে না। তবে যেকোনো অনুষ্ঠানে যাবেন, যেখানে যাবেন সবাইকেই মাস্ক পরতে হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মঙ্গলবার থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে ১ মার্চ থেকে।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে। এরপর মার্চের শেষের দিকে গণপরিবহন বন্ধসহ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধ ওই বছরের জুলাই থেকে কিছুটা শিথিল হতে থাকে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর গত বছরের মার্চে পুনরায় করোনার ডেলটা ধরনের সংক্রমণ দেখা দেয়। আবার আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ।
এনএইচবি/এমএমএ/
