জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার সিদ্ধান্ত
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা। এ সংক্রান্ত আদেশ খুব শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ জারি করবে। এর পর থেকে রাষ্ট্রের সর্বস্তরে সাংবিধানিক পদধারিরা থেকে শুরু করে সরকারি সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সভা শেষে ‘জয় বাংলা’ স্লোগান বলবেন।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়) সর্বত্র সভা-সেমিনার হলে সেটার শেষে ‘জয় বাংলা’ স্লোগান’ বলবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি শেষে ‘জয় বাংলা’ স্লোগান বলতে হবে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ২০২০ সালে আদালত একটি আদেশ দিয়েছিল ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার। এই প্রেক্ষিতে আজকে কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে একটা অফিসিয়াল নোটিশের মাধ্যমে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার।
তিনি বলেন, এই বিষয়ে খুব দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার জারি হবে।
এনএইচবি/কেএফ/আরএ/