বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন
কবি কাজী রোজী বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত
একুশে পদকপ্রাপ্ত কবি, সাবেক সংসদ সদস্য কাজী রোজীকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গনে সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তাঁকে সমাহিত করা হয় বলে জানিয়েছেন সাত্ত্বিক নাট্যসম্প্রদায়ের সভাপতি সগির মোস্তফা। কাজী রোজী দীর্ঘ সময় সাত্ত্বিকের সভাপতির দায়িত্বে ছিলেন।
সগির মোস্তফা জানান, মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণে বিকাল ৪টায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকাল ৫টার দিকে তাঁকে সমাহিত করা হয়।
বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন
কবি কাজী রোজীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ বেলা ১.৩০টা থেকে ২টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। এখানে প্রয়াতের প্রতি বাংলা একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদাসহ কর্মকর্তারা। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, শামসুন্নাহার চাঁপা ও সায়েম খান।
জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, আসলাম সানী, আমিনুর রহমান সুলতান, শাহাদৎ হোসেন নিপু, হানিফ খান প্রমুখ।
এ ছাড়া তাঁর ধানমন্ডির বাসায় মুক্তিযুদ্ধের শব্দসৈনিক হিসেবে তাঁকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
কাজী রোজী শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কাজী রোজী দেশের স্বনামধন্য কবি ও গীতিকার ছিলেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
কবিতায় বিশেষ অবদানের জন্য কাজী রোজী ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো–‘লড়াই’, ‘পথঘাট মানুষের নাম’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’ প্রভৃতি।
আরও পড়ুন : কবি কাজী রোজীর জীবনাবসান
এপি/এসএ/