কাজী রোজীর মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর শোক

সাবেক সংসদ সদস্য ও একুশে পদকপ্রাপ্ত কবি কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় মন্ত্রী কাজী রোজীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তুপ্ত সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কাজী রোজী দেশের স্বনামধন্য কবি ও গীতিকার ছিলেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
কবিতায় বিশেষ অবদানের জন্য কাজী রোজী ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— ‘লড়াই’, ‘পথঘাট মানুষের নাম’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’ প্রভৃতি।
কাজী রোজী শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এপি/টিটি
