শহিদ মিনারে নিরাপত্তা নিশ্চিতে ডগ স্কোয়াড কাজ করবে: র্যাব ডিজি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনার এলাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শহিদ মিনারে সিসিটিভি ক্যামেরাসহ ডগ স্কোয়াড কাজ করবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় শনিদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।
র্যাব ডিজি বলেন, তা ছাড়া সাধারণ নিরাপত্তার পাশাপাশি ভার্চুয়াল জগতেও রাখা হবে কড়া নজরদারি। নারীরা শ্রদ্ধা নিবেদনে এসে যাতে কোনো রকম হেনস্তার শিকার না হন সেটিও নিশ্চিত করা হবে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আইন-শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সুনির্দিষ্ট কোনো হুমকি নাই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে সর্বোচ্চ নজরদারি।
তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই যাতে সুন্দরভাবে আসতে পারে, সে জন্য তৈরি হয়েছে রুটম্যাপ। প্রতিবারের মতো এবারও শুধু পলাশী থেকে শহিদ মিনারগামী রাস্তাটি খোলা থাকবে।
তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরাসহ অন্যান্য রাস্তায় বসানো হয়েছে তল্লাসি চৌকি। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেকোনো ঘটনা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।
কেএম/টিটি