জলবায়ু পরিবর্তন
ইউক্রেন সঙ্কটে ধনী দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ বিলম্বিত হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেন সঙ্কটের কারণে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় ধনী দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতি পূরণ বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেশনে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত দূত জন কেরিও ওই সেশনে অংশ নেন উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী বলেন- জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত দেশের একটি। বর্তমানে দেশটি ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান এবং ৫৫টি দেশের ওই ফোরামে ১৪০ কোটি লোকের বাস। কিন্তু তারা মোট কার্বন নিঃসরণে মাত্র পাঁচ শতাংশ ভূমিকা রাখে।
যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা এটি নিয়ন্ত্রণে রাখবে এমন দাবি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধনী দেশগুলো প্রতি বছর ১০ হাজার কোটি ডলার তহবিল দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পালন করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোকে ওই অর্থ দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির জন্য উন্নয়নশীল দেশগুলোর যে প্রযুক্তির প্রয়োজন সেটাও দিতে হবে।
জলবায়ু পরিবর্তনের জন্য প্রচুর মানুষ উদ্বাস্তু হচ্ছে এবং এর ফলে নিরাপত্তা সংকট হচ্ছে বলেও বক্তব্যে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরইউ/এসআইএইচ