বিচারপতিদেরকে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জাফরুল্লাহর
ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য হাসপাতালে প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা 'র' শুধুমাত্র প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করছেন তা নয়, আপনাদেরও নিয়ন্ত্রণ করছে। এর থেকে যদি বেরিয়ে আসুন তাহলে আপনারা দেশের শত্রু হবেন। দেশের জনগণের পক্ষে দাঁড়ান, জনগণের পক্ষে দাঁড়ানোর মানে হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এই সরকার বা দলীয় সরকারের অবসান করে প্রয়োজনে আইন পরিবর্তন করে একটা জাতীয় সরকার বা নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা গেলে দেশের জন্য মঙ্গল হবে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন, জনগণকে আপনারা কথা বলতে দেন না, মিটিং করতে দেন না, ভারত নিয়ে কথা বললে আপত্তি আসে। অথচ সম্প্রতি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারত সম্পর্কে কি বলেছেন তা তো নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন গণমাধ্যমে উঠে এসেছে। আজকে যখন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী কথা বলে তখন গায়ে লাগে না। ভারতকে অবজার্ভ করা আমাদের দায়িত্ব আছে, যেমন ভাবে সিঙ্গাপুর তাদের নিয়ে বলেছে।
মুক্তিযোদ্ধাদের মতো প্রবাসীদের দেশ গড়ার মুক্তিযোদ্ধা হিসেবে কার্ড দেওয়ার দাবি জানান গণস্বাস্থ্য হাসপাতালের এই প্রতিষ্ঠাতা।
বাণিজ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতি ও ভাগবাটোয়ারার সরকার। তাই আপনারা জানেন না দ্রব্য মূল্য বৃদ্ধির ব্যাপারে কিছু করা যাবে কি না?
এমএইচ/এসআইএইচ