একুশে ফেব্রুয়ারি
শহীদ মিনারে থাকবে ছয় স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নাশকতার কোনো আশঙ্কা নেই। নাশকতা রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেসসহ গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি করবে পুলিশ। শহীদ মিনার এলাকা জুড়ে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘সামাজিক দূরত্ব মেনে সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে হবে। নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে তল্লাশি করা হবে; যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমন বা তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ডিএমপির নির্দেশনা মানতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি। শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের অংশ সিসি ক্যামেরার আওতায় থাকবে। ব্যারিকেডের ভেতরে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হবে। আর বিদেশি কূটনৈতিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, এ ছাড়া নিয়মিত টিমের পাশাপাশি সোয়াত, সাদা পোশাকে ডিবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, বোম ডিপোজাল টিম, এসবির স্পেশাল টিম, ফায়ার সার্ভিস ও মোবাইল টিম থাকবে। যাতে করে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়।
কেএম/এসএন