সবাই সচেতন না হলে মাদক নির্মূল সম্ভব নয়: বিজিবি মহাপরিচালক
সবাই সচেতন না হলে দেশে পুরোপুরি মাদক নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
তিনি বলেন, আমাদের দেশে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব না। এর জন্য সবাইকে সচেতন হতে হবে। মাদকের চাহিদা না কমলে এ চোরাচালান বন্ধ হবে না। বিজিবি মাদক নির্মূলে তৎপর রয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান শেষে ঢাকাপ্রকাশের প্রতিনিধির এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে বিজিবি) মহাপরিচালক বলেন, বিজিবি মাদক নির্মূলে কাজ করে। বিজিবির কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত নয়। কারণ আমাদের আইন সম্পর্কে সদস্যরা সব জানেন।
তিনি বলেন, আমাদের বিজিবির সদস্যরা মাদক নির্মূলে কাজ করে বড় বড় চোরাচালান আটক করে কিন্তু মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে আবারও পরবর্তী চোরাচালানের কার্যক্রম অব্যাহত রাখে।
মাদকের চোরাচালান বন্ধে বিজিবি কাজ করছে জানিয়ে মহাপরিচালক বলেন, সীমান্তে নানা পণ্যের ভেতরে আসা আইস শনাক্ত করতে ডগ স্কোয়াড তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মিয়ানমার সীমান্তে চোরাচালান ঠেকাতে কাঁটা তারের বেড়া দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ড্রোন ব্যবহার করা যায়, কাঁটা তারের বেড়া দেওয়া যায়। কিন্তু চোরাকারবারিরা বেড়া সরিয়ে ফেলতে পারে, তখন কোনো লাভ হবে না। এই ড্রোন দিয়ে হয়তো সীমান্তে মাদক চোরাচালানের সময়ে ছবি পাওয়া গেল। কিন্তু দুর্গম এলাকায় এগুলো উদ্ধার করা সম্ভব হয় না। এজন্য সীমান্ত সড়ক তৈরি হচ্ছে, বিওপি বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, এখনো সীমান্তে কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ হলে হয়তো মাদকসহ বিভিন্ন চোরাচালান ও অপরাধ অনেকটা কমে আসবে।
কেএমএইচ/এসএন