মৈত্রী সংলাপে যোগ দিতে ভারতে প্রতিনিধি দল
কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আয়োজিত বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপে যোগ দিতে ভারত সফরে গেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে প্রতিনিধি দল।
কূটনৈতিক সম্পর্কে ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের হিমাচল রাজ্যের রাজধানী সিমলায় দুইদিন ব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের দশম রাউন্ড শুরু হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা এবং দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করাই সংলাপের লক্ষ্য।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে উভয় দেশের নীতিনির্ধারক, কূটনীতিক এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের বিশেষজ্ঞদের অংশগ্রহণে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগ’ এর আয়োজন করছে।
দুই দিনের সংলাপে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, প্রযুক্তি, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা, চরমপন্থা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সংলাপের অংশগ্রহণকারীরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে আলোচনার ফলাফলের ভিত্তিতে একগুচ্ছ সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, অসীম কুমার উকিল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক কূটনীতিক তারেক করিম, শমসের মবিন চৌধুরী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান প্রমুখ।
এ ছাড়া, ভারতের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে অন্তর্ভুক্ত থাকছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর, বিজেপির প্রাক্তন জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং এবং ইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক অলোক বানসাল।
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের কক্সবাজারে বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের নবম রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল।
আরইউ/এমএমএ/