৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আগামী দুই-তিনদিন তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পর তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে তারা।
এ ব্যাপারে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্রে তা সামান্য বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একদিনের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। ১৬ দশমিক ৬ ডিগ্রি থেকে কমে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে । এ ছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এসআইএইচ