বিজিবির ৯৭তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শুরু
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৭তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ-২০২২ এর অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বিজিবির চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই সমাপনী কুচকাওয়াজ শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম। তিনি ৯৭তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
এ ছাড়া বিজিবির ৯৭তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, বাহিনীটির ৯৭তম ব্যাচ রিক্রুট সৈনিকদের ৬ মাস ধরে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী কুচকাওয়াজ ও শপথ পাঠ করবেন প্রশিক্ষণপ্রাপ্ত ৮৮৫ জন সৈনিক।
এর মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ৬৭০ জন ও চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে (৬ বিজিবি) ২১৫ জন সৈনিক সমাপনী কুচকাওয়াজে অংশ নেবেন।
জানতে চাইলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বিজিবি ৯৭তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ-২০২২ এর অনুষ্ঠান চলছে।
এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত আছেন ট্রেনিং টিমের ডেপুটি কমান্ডার কর্নেল শাহীদুর রহমান ওসমানী, লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম। প্যারেড কমান্ডার মেজর মো. সেলিমুদ্দোজা, মেজর মো. সাইদুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।
কেএম/টিটি