বাংলাদেশ ও সিঙ্গাপুরের রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার প্রথম দিকে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারি দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। দুই বন্ধুপ্রতীম দেশের রাষ্ট্রপতি তাই এ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।
১৯৭২ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল।
শুভেচ্ছা বার্তার দুই রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।আগামীতেও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সুসংহত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরইউ/এমএমএ/
