মরিশাসকে অনলাইন ভিসা চালুর প্রস্তাব পররাষ্ট্রসচিবের
বাংলাদেশিদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করতে মরিশাসকে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
মরিশাসের উপপ্রধানমন্ত্রী লুই স্টিভেন ওবেগাডোর সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন পররাষ্ট্রসচিব।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। উপপ্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ বছর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মরিশাস সফরের সময় চুক্তি করতে চায় দেশটি।
এ অবস্থায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, পর্যটনকে এগিয়ে নিতে হলে ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে। এজন্য তিনি বাংলাদেশে একজন অনারারি কনসাল নিয়োগের প্রস্তাব দেন অথবা অনলাইন ভিসা সেবা চালু করার প্রস্তাব দেন। এ ছাড়া নয়াদিল্লিতে মরিশিয়ান দূতাবাসের একজন কনস্যুলার অফিসার ভিসার উদ্দেশে নিয়মিত ঢাকা সফর করতে পারেন বলেও পরামর্শ দেন পররাষ্ট্রসচিব।
আরইউ/এসএন