অনুসন্ধান কমিটি
৩২২ থেকে ১০ জনের তালিকা করতে বুধবার বৈঠক
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে অনুসন্ধান কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কমিটিকে সাচিবিক সহযোগিতা দেওয়া এই কর্মকর্তা জানান, যাদের নাম দুই বার এসেছে, তাদের নাম একবার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হবে।
তিনি জানান, বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে ১০টি নামের প্রস্তাবের প্রক্রিয়া শুরু করা হবে। বুধবার বিকেলে কমিটি আবারও বৈঠকে বসবে।
তাছাড়া বিশিষ্ট জনদের আর কারো মতামত নেয়ার নতুন কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান সচিব। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চার জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ।
বৈঠক শেষে বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল গণমাধ্যমকে বলেন, আমরা বলেছি যে বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে ভারসাম্যমূলক একটা কমিশন করা উচিত। বিশেষ পেশার প্রাধান্য যাতে না থাকে। এছাড়া বলেছি, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করেন তাদের যেন রাখা হয়।
তিনি বলেন, আমি ব্যক্তিগত ভাবে বলেছি যে ৩২২ জনের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে তা ঠিক হয়নি। কারণ যাদের নাম ওখানে আছে তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানেনও না যে তাদের নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়া নামের প্রস্তাবক যারা তাদের নাম যেন প্রকাশ না করা হয় সেটাও বলেছি।
বৈঠক শেষে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম গণমাধ্যমকে বলেন, আমাদের মধ্য থেকে কয়েকজন কয়েকটি নাম আজ জমা দিয়েছিল। আর আমি মনে করি সার্চ কমিটির চুড়ান্ত করা ১০ জনের নাম ওই ব্যক্তিদের মতামতের ভিত্তিতে প্রকাশ করা উচিত।
সার্চ কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সব সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ।
উল্লেখ্য, গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চুড়ান্ত করবেন। ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) সব সদস্যের মেয়াদ সম্পন্ন হয়েছে।
এমএ/এসআইএইচ