পুনাক সভানেত্রীর উদ্যোগে চাকরি পেলেন কিশোরগঞ্জের আনিছুর
অবশেষে চাকরি পেয়েছেন কিশোরগঞ্জের মাস্টার্স পাশ করা শারীরিক প্রতিবন্ধী মো. আনিছুর রহমান।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে কম্পিউটার অপারেটর পদে তার চাকরি হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মীর্জার পক্ষ থেকে মো. আনিছুর রহমানের হাতে চাকরির নিয়োগপত্র ও উপহারের কম্পিউটার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পুনাকের কিশোরগঞ্জ জেলার সভানেত্রী মাহফুজা নাজনীন দিশা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন।
শারীরিক প্রতিবন্ধী মো. আনিছুর রহমান কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে দর্শন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। কিন্তু শারীরিক প্রতিবন্ধীতার জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হচ্ছিল না তার। বিষয়টি জানতে পেরে পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জা তার কর্মসংস্থানের উদ্যোগ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, আনিছুর রহমানের বাবা ঝালমুড়ি বিক্রি করেন। তার একটি বোনও প্রতিবন্ধী, কিন্তু শিক্ষিত। আনিছুর রহমানের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় পরিবারটি এখন ঘুরে দাঁড়াতে পারবে।
কেএম/এএস