‘যুক্তরাষ্টের কোনো চাপ অনুভব করছে না বাংলাদেশ’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ফটো
যুক্তরাষ্টের দিক থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
র্যাবের কর্মকর্তাদের নিষেধাজ্ঞাসহ নানা ইস্যুতে বাংলাদেশকে কূটনৈতিক চাপে রেখেছে যুক্তরাষ্ট্র সংসদীয় কমিটির এমন আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংসদীয় কমিটির বৈঠকের বক্তব্য খুবই কনফিডেনশিয়াল (গোপনীয়)। এগুলো বাইরে আসার সুযোগ নেই। তাছাড়া এমন কোনো বক্তব্য সেখানে কেউ দেয়নি।
বাংলাদেশ চাপ অনুভব করছে কি না- এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো চাপ অনুভব করছে না বাংলাদেশ। আপনারা যদি তাদের সঙ্গে কথা বলেন তাহলে আপনারাও বুঝবেন কোনো চাপ নেই।
দু’দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ আছে এমন বোঝাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাছাড়া মার্চ-এপ্রিলে বাংলাদেশে তাদের কিছু হাইপ্রোফাইল ভিজিট ও ডায়লগ আছে। এগুলোও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আবহ তৈরি করবে।
র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, নিষেধাজ্ঞা কীভাবে প্রত্যাহার করা যায় সেটি নিয়ে কাজ করছি আমরা। মার্কিন সরকার ইতোমধ্যে আমাদের নিশ্চিত করেছে যে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা দেবে না। আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছি। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছি।
আরইউ/আরএ