বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগের পরামর্শ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র দাবি করছে যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে বাংলাদেশে ফিরে যেতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে হালনাগাদ পরামর্শ দেওয়া হবে।
পাশাপাশি অতি প্রয়োজন না হলে ইউক্রেনে বাংলাদেশিদের ভ্রমণও নিরুৎসাহিত করেছে দূতাবাস। দেশটিতে অবস্থান করতে হলে দূতাবাসকে জানিয়ে রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে দূতবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে। যেকোনো সময় দেশটিতে রুশ হামলার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডাসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করতে নির্দেশ দিয়েছে।
আরইউ/আরএ