৪ ক্যাটাগরিতে পদক পেলেন কোস্ট গার্ডের ৪০ সদস্য
সেবামূলক কাজ আর সাহসী অভিযানের জন্য চার ক্যাটাগরিতে পদক পেয়েছেন কোস্ট গার্ডের ৪০ জন সদস্য।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ পদক তুলে দেন। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামের এই চার ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পেয়েছেন যারা
ক্যাপ্টেন শেখ মো. জসিমুজ্জামান, কমান্ডার এম ইমাম হাসান আজাদ (সি), লে. কমান্ডার এম আলীমুল ইসলাম (ট্যাজ), লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান (জি), লে. কমান্ডার আমিরুল হক (জি), লে. কমান্ডার ওয়াসিম আকিল জাকী (এক্স), মোহাম্মদ শাহ জামাল, এম মামুনুর রশিদ, মো. আলী হোসেন, শাওন আহম্মেদ, আরও(জি)-১।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) পেয়েছেন যারা
ক্যাপ্টেন গাজী গোলাম মোর্শেদ (এন), লে. কমান্ডার মো. সাইয়েদুল মোরসালিন, (এক্স), লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি (এক্স), লে. এম আতাহার আলী, (এসডি) (কম), এম খলিলুর রহমান মিঞা, এমসিপিও (এক্স), মো. আবদুল্লাহ আল মামুন সরকার, এম মনিরুজ্জামান, মো. তারেকুল ইসলাম, কাঞ্চন দেবনাথ, এলপিএম; মো. রাশেদুজ্জামান।
বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস) পেয়েছেন যারা
ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী (জি), ক্যাপ্টেন মোহাম্মদ হাসান (জি), কমান্ডার এম জহিরুল ইসলাম (সি), কমান্ডার মোহাম্মদ সাজিদ আতাউর রহমান (এস), লে. কমান্ডার মো. নাদিম চৌধুরী সজিব (ই), এম আব্দুল মালেক, মো. রুহুল কুদ্দুস, সিপিও (কিউএ-১); মো. বোরহান উদ্দিন আহমেদ পিও (কিউআরপি-১); মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস) পেয়েছেন যারা
কমান্ডার শহিদুল ইসলাম, (ট্যাজ), বিএসপি, কমান্ডার এম আবু সাঈদ, (সি), কমান্ডার মো. নূর হাসান (ই), পিএসসি, সার্জন কমান্ডার তানভীর আহমেদ, এম জামাল হোসেন, এটি এম তৌহিদুজ্জামান, এম সোহেল রানা, এলকুক; মাসুদ জমাদার, আসাদুজ্জামান ভুইয়া, মো. এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
সভাপতিত্ব করছেন কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অন্যান্য সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এ ছাড়া কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।
এমএইচ/এমএমএ/