এক্সপো ২০২০-এ মোমেনকে স্বাগত জানালেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এক্সপো ২০২০ এর দুবাইয়ের সদর দফতরে স্বাগত জানিয়েছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাক্ষাৎকালে দুই পক্ষ সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক এবং বিভিন্ন খাতে তাদের জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। বৈঠকে অভিন্ন স্বার্থের সব বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে তার দেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য উন্মুখ।
বৈঠকে উপস্থিত ছিলেন আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আলী আল সায়েগ।
আরইউ/এএস
