মঙ্গলবার আরও ৮ সাংবাদিকের সঙ্গে বসছে সার্চ কমিটি
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিক নেতা ও সম্পাদকসহ আরও আটজনের সঙ্গে বৈঠকে বসছে সার্চ কমিটি। এরই মধ্যে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যাদের মঙ্গলবারের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন-বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, নিউএজ সম্পাদক নুরুল কবির, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
মঙ্গলবার ৪টা থেকে ৪টা ২৫ মিনিট পর্যন্ত তাদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। এরপর কমিটি তাদের পূর্বনির্ধারিত বৈঠকে বসবে বিকাল সাড়ে ৪টায়।
সূত্র জানায়, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন আইনের আওতায় রাষ্ট্রপতি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কিমিটি গঠন করেন গত ৫ ফেব্রুয়ারি।
এ কমিটি প্রথম দফায় ৬ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে প্রথম বৈঠক করেন। এর মধ্য দিয়ে সার্চ কমিটি কার্যক্রম শুরু করে। এরপর সার্চ কমিটি ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশানরদের নাম প্রস্তাব করার জন্য নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে নাম আহ্বান করে।
এরপর সার্চ কমিটি দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি। দুই দিনে তিন দফায় অনুষ্ঠিত এসব বৈঠকে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, শিল্পী ও সাহিত্যিকরা অংশ নেন। এসব বৈঠকে সার্চ কমিটি বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নির্বাচন কমিশন গঠন নিয়ে তাদের মতামত ও পরামর্শ চায়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ওই তিন বৈঠকের পর সার্চ কমিটি তাদের বক্তব্য এরই মধ্যে উপস্থাপন করেছে। কিন্তু এসব বৈঠকে দেশের বেশ কয়েকজন সম্পাদক বাদ পড়ে যান নানা কারণে। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সার্চ কমিটি মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দেশের আটটি পত্রিকার সম্পাদককে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে।
এনএইচবি/এমএমএ/এসএন