খায়রুজ্জামানকে ফেরাতে প্রয়োজনে জাতিসংঘকেও বোঝাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে ফেরাতে প্রয়োজনে জাতিসংঘকেও বোঝাবো। তাদের ব্যাখ্যা দিলে তারা বুঝবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একথা বলেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, এম খায়রুজ্জামান যেহেতু রিফিউজি কাজেই মালয়েশিয়া চাইলেই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না। এ অবস্থায় জেল হত্যা মামলার অন্যতম আসামি এম খায়রুজ্জামানকে দেশে ফেরানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া চাইলে খায়রুজ্জামানের রিফিউজি স্ট্যাটাস বাতিল করতে পারে। সেই গ্রাউন্ডে আমরা মনে করি তাকে দেশে ফেরাতে পারবো।
প্রয়োজন হলে জাতিসংঘকেও বোঝাবো এমনটা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের ব্যাখ্যা দিলে অবশ্যই তারা বুঝবে। একজন ওয়ান্টেড আসামি রিফিউজি স্ট্যাটাস নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে আছে। এটা তো হতে পারে না। এগুলোই প্রয়োজন হলে জাতিসংঘকে বলবো।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খায়রুজ্জামানের স্ত্রী আইনজীবী নিয়োগ করলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের প্রয়োজন নেই। কারণ এটার একটা পক্ষ মালয়েশিয়ার সরকার, বাংলাদেশ সরকার নয়। আদালতে মালয়েশিয়া সরকার ব্যাখ্যা দেবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ ৯ ফেব্রুয়ারি দেশটিতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে আটক করে। ইমিগ্রেশন আইন ভঙ্গ করার অভিযোগে ইউএনএইচসিআর-এর শরণার্থী কার্ড ব্যবহার করে মালয়েশিয়ায় অবস্থান করা খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকাকে জানিয়েছে কুয়ালালামপুর।
যদিও আটকের পরদিন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী হামজাহ জয়নুদ্দিন সংবাদ সম্মেলনে জানান, তাকে ধরতে বাংলাদেশ সরকারের অনুরোধ ছিল।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে এক যুগের বেশি সময় শরনার্থী হিসেবে বসবাস করছিলেন সাবেক সেনা কর্মকর্তা খায়রুজ্জামান। তিনি জেল হত্যা মামলার অন্যতম আসামি।
ওই হত্যাকাণ্ডের পর খায়রুজ্জামানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। তিনি মালয়েশিয়া ছাড়াও মিয়ানমার, মিসর ও ফিলিপাইনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খায়রুজ্জামানকে অবসরে পাঠানোর পাশাপাশি জেল হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর খায়রুজ্জামান জামিনে কারাগার থেকে বের হয়ে আসেন।
পরে ২০০৭ সালের আগস্টে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খায়রুজ্জামানকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হলে তিনি সেই নির্দেশ অমান্য করে মালয়েশিয়ায় থেকে যান। বর্তমানে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দেওয়া শরণার্থী মর্যাদায় খায়রুজ্জামান মালয়েশিয়ায় অবস্থান করেন। শরনার্থী হিসেবে তাকে দেওয়া ইউএনএইচসিআর-এর দেওয়া কার্ডের মেয়াদ আছে ২০২৪ সাল পর্যন্ত।
আরইউ/