ভিসা ইস্যু করতে ঢাকায় কনস্যুলার টিম পাঠাচ্ছে রোমানিয়া

ভিসা ইস্যু করতে ঢাকায় ৩ মাসের জন্য কনস্যুলার টিম পাঠাচ্ছে রোমানিয়া। সোমবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবশেষে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২২ সালের মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের কনস্যুলার টিম পাঠাচ্ছে যাতে ৩৪০০ পেন্ডিং ভিসাসহ প্রায় ৫০০০ ভিসা ইস্যু করা যায়। তাদের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন।
এই প্রথম রোমানিয়া এই ধরনের কনস্যুলার মিশন বিদেশে পাঠাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার খুজছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ইউরোপের অন্যান্য দেশের মতো রোমানিয়াতেও বাংলাদেশি শ্রমিকদের সুযোগ সৃষ্টি হয়েছে।
আরইউ/কেএফ/
