দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার ঢাকা-আবুধাবির
বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ও আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক বৈঠকে তারা এ অঙ্গীকার করেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বৈঠকে ড. আব্দুল মোমেন গত পাঁচ দশকে অসাধারণ সাফল্যের প্রশংসা করে আরব আমিরাতের নেতৃত্ব ও জনগণকে তাদের জাতীয়তার ৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানান। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বেশ কিছু অনুষ্ঠান আয়োজনে সম্মত হন।
দুই দেশের মধ্যে গভীর রাজনৈতিক সম্পৃক্ততা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা, বিমান ও সামুদ্রিক সংযোগ বিশেষ করে দুই দেশের সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন এবং সরাসরি কার্গো ফ্লাইট চালু করার বিষয়ে বৈঠকে কথা আলোচনা হয়। উভয় পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি, বিজ্ঞানের ক্ষেত্রে সহযোগিতা, আইসিটি ও ডিজিটালাইজেশনের ক্ষেত্রে সহযোগিতার নতুন ধরন অন্বেষণ করতে সম্মত হন যাতে সম্পর্ককে আরও জোরদার করা যায়।
ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে কথা বলেন এবং সঙ্কটের দ্রুত সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চান।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গ্রহণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ১০-১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করেন। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২২ সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত সফরের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী এ সফর করেন।
আরইউ/এসএন